বিবাহিত নারী (চতুর্দশ পর্ব)
পুরুষের পেশাই হল কাজ করা। তাঁকে উৎপাদন করতে হবে, লড়াই করতে হবে, সৃষ্টি করতে হবে, অগ্রগতি লাভ করতে হবে, মহাবিশ্বের সামগ্রিকতা এবং ভবিষ্যতের অনন্ততার দিকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে। কিন্তু ঐতিহ্যবাহী বিবাহ নারীকে আহ্বান জানায় না স্বামীর সঙ্গে এই উত্তরণের পথে। অবিচলতার মধ্যে নারীকে তা বন্দি করে রাখে।
by চন্দন আঢ্য | 29 September, 2021 | 483 | Tags : Married Woman Feminism Happiness Bourgeois Society